পাতা:বেণু ও বীণা.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு.அகரு হস্তা গেল ; পত্নী তাহার দু’দিন আছে উপবাসে, যুততে গাড়ী ব’লতে গিয়ে, শিক্ষা ভালই পেয়েছে সে । শিশুটি তা’র ব্যাপার দেখে কাদতে যেন গেছে ভূলে, শাস্তমুখী মেয়েটি আজ ভয়ে ভয়ে নয়ন তুলে । ছেলে মেয়ের কষ্টে সে যে মোটেই ছিল নাক’ সুখে, স্পষ্ট সেটা লেখাই ছিল— তার সে বিষম কাল মুখে ; তারই সঙ্গে লেখা ছিল হৃদয়ের বল বিলক্ষণ, বকট ঘুণী, বিষম জ্বালা, সবার উপর—অটল পণ ! ধনীর ধনের উপরে যে পরিশ্রমের অাছে মান,— যদিও এটা নাই সে বোঝে নর সে তবু ক্ষুদ্র প্রাণ ।