পাতা:বেণু ও বীণা.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏜᏜ বেণু ও বীণ । আছে লীলা বীজাঙ্ক চর্চায়, মন যেন শান্তির নিবাস ; সে ধৈর্য্য জানিনা কেন, হায়, মোর মনে জাগায় তরাস । মৰ্দ্ধিমতী শান্তি, মা আমার, কোন কথা নাহি তা’র মুখে ; তব, তা’র মুখ চাওয়া ভার, শেল সম বাজে মোর বুকে । লীলাবতী—সন্ন্যাসিনী বেশে-— করিতেছে দীর্ঘ উপবাস, পিতা আমি, দেখিতেছি ব’সে, চোখের উপরে বারমাস ! ডাকি' লহ মোরে যমরাজ ! ডাকি লহ কন্যা পতিহীন ; পিতা হ’য়ে করিতেছি আজ, * সন্তানের মরণ কামনা !