পাতা:বেণু ও বীণা.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীণা।

অরণ্যে রোদন।

ঘেসেড়ানি চলে গেছে জল খে'তে নদে,
একা—মাঠে শিশু তা'র কাঁদিছে বসিয়া,
দ্বিপ্রহর—নিরজন,– ক্ষীণকণ্ঠ কাঁদে,—
অপরূপ শব্দ-মায়া বাতাসে সৃজিয়া!

কাছে আসে প্রজাপতি,—নেমে আসে সুর,
আবার বাড়িয়া উঠে;—বাতাসের বেগে
পতঙ্গ পলায় যেই—দূর হ'তে দূর;
বিশ্বে আজি—কান্না শুধু উঠে জেগে, জেগে!

হাতে এসে মনোজ্ঞ সে পতঙ্গ পলায়,
কান্না সেত' চিরসাথী—আছেই সমান,
বাড়ে কমে?—সত্য বটে; থামেনা রে হায়,
হায় রে একান্ত এক শিশুর পবাণ!

কথন থামিবে কান্না,—আসিবে জননী,
ফরা'বে বিজন বাস—জুড়াবে পরাণী।

১২২