পাতা:বেণু ও বীণা.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বেণু ও বীণা৷

দেবতার স্থান।

ভিখারী ঘুমায়েছিল মন্দিরের ছায়ে;
সহসা ভাঙিল ঘুম চীৎকার ধ্বনিতে,
জাগিয়া, চাহিয়া দেখে, পূজারী দাঁড়ায়ে,—
গালি পাড়ে, ক্রোধে যায় ধাইয়া মারিতে।

বিস্ময়ে ভিখারী বলে' 'গোসাই ঠাকুর!
বুঝিতে না পারি মোবে কেন দাও গালি,
ভিক্ষা মেগে 'ফরিয়াছি সারাটি দু’পুর,
শ্রান্ত বড়, তাই হেথা শুয়েছিনু খালি।”

রুষিয়া পূজাবী কহে “চুপ্‌ বেটী চোর-
নীচ জাতি,—জাননা এ দেবতার ঠাই?
মন্দিরের অভিমুখে পা' রাখিয়া তোর—
এটা হ'ল আরামের ঠাই?—কি বালাই!"

সে বলে 'পা' লয়ে তবে কোথা আমি যাই,
এ জগতে সকলি যে দেবতার ঠাই!"

১২৩