পাতা:বেণু ও বীণা.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ அகு নাভাজীর স্বপ্ন । ‘ডোম বলি, ফিরাইয়। মুখ, চলে গেল পূজারি ব্রাহ্মণ, নাভাজী নমিতেছিল গোবিন্দে তখন ; দু’টি ফোটা অশ জলে, মন্দির সোপান, সিক্ত হ’ল ; সে দিন সে আর, পথে যেতে গাহিল না গান । কাটা বেত, চেরা–কাচা বাশ, কুটার দুয়ারে স্ত,পাকার,— অন্ত দিন পরিতৃপ্ত হ’ত গন্ধে যা’র, আজি তণ’রে কোন’ মতে পারিল না আর বাধিবারে ; দেখিলনা চেয়ে আপন হাতের দ্রব্য-ভার । কুটীরের রুদ্ধ করি’ দ্বার, ভূমিতলে রচিল শয়ান, রাধিলনা, খাইলনা, করিলনা স্নান ; ধীরে—তন্দ্রা এল চোখে, মগ্ন হ’ল মন ; দেখিল সে অপূৰ্ব্ব স্বপন,—ইষ্টদেব শিয়রে আপন! “হে নাভাজী ! ক্ষুণ্ণ কেন মন ?” জিজ্ঞাসিলা গোবিন্দ তখন, “কর বৎস হরিদাস কবীরে স্মরণ, সে সব ভক্তের কথ। করহ প্রচার, ব্রাহ্মণের দৰ্প হবে দূর,—রণা কারে করিবেন। আর ।” ১৩৫