পাতা:বেণু ও বীণা.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ তবু তবু “রম্যাণি বীক্ষ্য’ ফাগুন নিশি, গগন-ভরা তারা, কে জানে আজ কোন স্বপনে উঠেছে চাদ আন গগনে, * তারার গায়ে চাদের হাওয়া লেগেছে ! পেয়েছে সব টাদের যেন ধারা ! আন গগনের চাঁদ, যেন হেথায় পাতে ফাঁদ ; আর নিশীথের আলো— আজ হেথায় কিসে এল ? আরেক সাঁঝের গান, ফিরে জাগায় যেন তান ; তারার বনে পরাণ হ’ল সারা ! এ যেন নয় গীতি, এ যেন নয় আলো, • দোলায় মনে নিতি, কেমন লাগে ভাল ,— ృ\రిNు