পাতা:বেণু ও বীণা.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। ઉછે. છે মন যে মগন তা’তে, ফাগুন-মধু-রাতে, মন চিনেছে আকাশ-ভরা তারা,— পেয়েছে আজ চাদের যা’রা ধারা ! বিচিত্র ওই আকাশ উষার আলো বাতাস-— যেন, শেফালিকার সুবাস-— যেন, তারার বনে লেগেছে, চোখে আমার জেগেছে ;-- মুক্ত রে আজ মৰ্ত্ত্য-ভূবন-কারী ! তারার বনে মন হয়েছে হারা !