পাতা:বেণু ও বীণা.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ينتي سكستسدساحمري অমৃত-কণ্ঠ । শুনেছি, শুনেছি কণ্ঠ তব, পুনঃ, আজি বহুদিন পরে, প্রাণে মনে জেগেছে উৎসব, রোমাঞ্চ সকল কলেবরে ! উৎকর্ণ, উদ্‌গ্ৰীব হ’য়ে আছি, আবার শুনিতে ওই স্বরে ! নিশাস্তের শুকতারা সম পরিপূর্ণ লাবণোর রসে, সঙ্গীত তোমার, নিরুপম । হর্ষ-ধারা অন্তরে বরষে ; দিবসে কোথায় ডুবে যায়, অতি ক্ষীণ, অতি মৃদু যে সে । পূর্ণ, পুষ্ট গোলাপ মুকুল,— নন্দনের লতাচ্যত হ’য়ে, তোমার ও সঙ্গীতে আকুল,— অঙ্গে মোর পড়িল লুটায়ে, প্রথম পাপড়ি যে সময়ে, এলায়ে পড়িবে মধুবায়ে । - У 8 o