পাতা:ভক্তিগানামৃত.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. २. ७ ] দেবতা নর-প্রভূতি, স্বষ্টিকর্তী অধিপতি, সকল ভূতেতে স্থিতি, আর বল কব কায় ॥. অন্তর নিৰ্ম্মল কর, কুবাসন পরিহর, নিবেদন পরাৎপর, চন্দ্ৰ দেহী সত্য ধ্যায়। রাগিণী দেশ মল্লার । তাল ধিম কওয়ালি । অবশ্ব মরণ হবে, তবে কেন এত ভয় । অলঙ্ঘ্য যদ্যপি জান, তথাপি কেন সংশয় ॥ যাগ যজ্ঞ আরাধন, দেব দেবীর পুজন, করিলে ব্রহ্মে স্মরণ, মরণ বারণ নয় । কি তপস্ত। সুদুষ্কর, যতই ন জপ কর, এ দেহ জান নশ্বর, ধংস হইবে নিশ্চয় ॥ যত অকির বিহীন, আমরণ চিরদিন, আকার মাত্রে বিলীন, অবশ্য হইবে ক্ষয় } নিতান্ত যাহা ঘটিবে, উল্লঙ্ঘন কে করিবে, তবু ভয়ে ভীত সবে, মৃত্যু নামে কম্প হয় ॥ মরণের অধিকার, নিবারণ সাধ্য করি, নাম দেখে অন্ধকার, কিন্তু অন্যথার নয় । যাহাতে মাহি নিস্তার, একগতি সবাকার, এ ভয়ানক ব্যাপার, স্মরণে কুঁপে, হৃদয় ॥ অতএব গৃহ ত্যজ, নিভৃতে প্রণব ভজ, চন্দ্র কেন নাহি মজ, কুটীর করি আশ্রয় ॥ I রাগিণী বাহার। তাল জলদ্বতেতাল।। আশা-ৰীজ মনঃক্ষেত্রে, করিয়া ৰুপন। অঙ্কুরিত হলো ক্রমে, পত্র তার অকিঞ্চন । ধন ৰূপ শাখা তার, ক্রমে হইল বিস্তার, ( (సె ) { ৬e )