পাতা:ভূগোল সার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
১৩

পর্ব্বত সকল প্রধান, যথা, আলটেইন পর্ব্বতশ্রেণী, এই পর্ব্বত রুসিয়ার দক্ষিণ পর্ব্বত হইতে পশ্চিম পর্য্যন্ত বিস্তৃত এবং স্থানে২ ভিন্ন২ নামে বিখ্যাত হইয়াছে। বঙ্গদেশের উত্তরে হিমালয় পর্ব্বত, তাহার উচ্চতা পৃথিবীস্থ সকল পর্ব্বতাপেক্ষা অধিক। কাকেসস্ পর্ব্বত ব্লাকসি ও কাস্পিয়ন সাগরের মধ্য স্থলে, তাহার দক্ষিণে এরারাট পর্ব্বত। টিবেট দেশের উত্তরে কৈলাস, এবং হিন্দুস্থানের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ঘাট নামে পর্ব্বত শ্রেণী।

আসিয়ার প্রায়দ্বীপ।

  আয়িসার মধ্যে মালাকা, কাম্বোড়িয়া, কোরিয়া, কামস্কট্কা, এবং হিন্দুস্থানের দক্ষিণভাগ, এই সকল স্থানকে প্রায় দ্বীপ কহে।

আসিয়ার ডমরু মধ্য।

  সুয়েজ নামক ডমরুমধ্য যাহা দ্বারা আফ্রিকা রাজ্য আসিয়াতে সংযুক্ত হয়, ক্রো নামক ডমরুমধ্য দ্বারা মালাক প্রায় দ্বীপ শ্যামদেশে সংলগ্ন।

আসিয়ার অন্তরীপ।

 আসিয়ার পূর্ব্বাংশে ইষ্টকেপ, কামস্কট্কার দক্ষিণাংশে লেপেট্কা, চীনদেশের পূর্ব্বাংশে নিম্প, লুজনের উত্তরাংশে বজেডব্, সালেয়ার দক্ষিণাংশে রুমিনিয়া যাহাকে রমণীয়