পাতা:ভূগোল সার.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪
আসিয়া।

কহে, হিন্দুস্থানের দক্ষিণাংশে কুমারিকা, এবং আরবীয়ার পূর্ব্বাংশে রাসলহাড্ এই সকল নামে অন্তরীপ আছে।

আসিয়ার দ্বীপ।

  হিমসাগরে নভাজিম্বলা। মেডিটরেনিয়ন্ সাগরে সাইপ্রাস, এবং মোডস।

  ভারত মহাসাগরে লঙ্কা যাহাকে শিলন কহে, মালডিবস অর্থাৎ মালদ্বীপ, লাকেডিব্স অর্থাৎ লক্ষ্মীদ্বীপ, নিকোবার দ্বীপ সমূহ, শিঙ্গাপুর, এবং পীনাঙ্গ।

  ভারত ও পাসেফিক মহাসাগরের মধ্যে কতিপয় দ্বীপ আছে, তাহাও ভারতদ্বীপ নামে খ্যাত, ঐ সকল দ্বীপের মধ্যে বর্ণিয়ো, যাবা, সুমাত্রা, ফিলিপিন্স দ্বীপসমূহ এবং স্পাইস্ এই সকল প্রধান দ্বীপ।

  পাসেফিক্ মহাসাগরে নিফন, যেসো, কিন্সো, এবং অন্যান্য কতিপয় ক্ষুদ্র দ্বীপ আছে এই সকল দ্বীপকে জাপান রাজ্য কহে এবং ঐ মহাসাগরে হানান, ফার্মোসা, লুকু, এবং ফাক্স নামক দ্বীপ এবং অন্য২ অনেক ক্ষুদ্র দ্বীপ আছে।

আসিয়ার প্রধান দ্রব্য সকল।

  আসিয়ার যে২ দেশ হইতে যে২ দ্রব্য প্রকাশ হয়, তাহার বিবরণ। হিন্দুস্থানে নীল চিনি, তণ্ডুল,রেশম, কার্পাস, শোণ, লবণ, এবং আফীণ জন্মে।