পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भ्रां & এখানে প্রচুর বারিধর্ষণ হয়; তখন পার্বত্য দৃপ্ত সত্যই অতুলনীয় i ক্ষুদ্র নদীর অভাব মহারাষ্ট্রদেশ নাই। পনেরো বিশ মাইল রাস্ত চলিতে গেলেই একটা না একটা শ্রোডম্বতী পার হইতে হয়। এক দিকে প্রচুর পাহাড়ের তাং কঠোরভ, অন্য দিকে বহুল প্রীির মনোরম স্নিগ্ধতা—অপূৰ্ব্ব সন্মিলন! অধিবাসীদের দেহগুলিও ইইয়ছে পৰ্ব্বতের স্থায় কষ্টসহিষ্ণু, হৃদয়গুলিও হইয়াং নদীর মত সরস ও প্রাণপূর্ণ। সান্ত্রি ও উহার শাখাগিরিগাত্র হইতে উমা, মীর (অর্থব সীমা), কৃষ্ণ, গোদাবরী, তুঙ্গভদ্র প্রভৃতি বড় বড় নদী জন্মলাভ করিয়াছে ; ভষ্মধ্যে শেষের জিটকি উল্লেখ্য। সারা বিয়াটা তা নী তাহার অসংখ্য শাখা-প্রশাখা লইয়াবেরার প্রদেশের মধ্য দিয়া প্রবাহিত হইয়। ঘুরাটের কোল ছুইয়া সাগরে পড়িয়াছে। নীরা ७cशेनैौ बांश्क क्रूझ नशै। इशऐंद्र ७ज्द्र जैब्रए ठूलोग थनिरु মারাঠী ঘোটকের জন্মস্থান। গোদাবরী নী-দক্ষিণাত্যের গঙ্গাস্বরূপ; মারাঠী হিন্দুরা ইহার জলকে হপবিত্র জ্ঞানে পূজা ក្នុ সমগ্র মহারাষ্ট্রদেশের আয়তন প্রায় এক লক্ষ বর্গ মাইল ; অধিবাসীর সংখ্যা কিঞ্চিং কম দুই কোটি। অধিবাসীদের শঙ্করা আশী জনই হিন্দু। বাকী ভাগ মুসলমান, খৃষ্টান ও পাৰ্ব্বত্য জাতি। মানচিত্রথলির প্রতি আবার দৃষ্টিপাত কর। জুর্নীয় (স্থা)নামক একটি স্থান পশ্চিমঘাট পর্বতমালা ঠিকমাঝামাঝি