পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बशंद्वाड़े & সহাস্ত্রির পশ্চিম দিকে কুকুরের জিহ্বার মত এক প্রলম্বিত ভূমিখণ্ড পড়িয়া আছে; উহার নাম করুন। যহাদ্রির পশ্চিম দিকে বহু ক্ষুদ্র পর্বতমাল| উস্তব লাভ করিয়া স্থানটিকে যেন পত্নরের মত করিয়া রাথিয়াছে । এই শাখা পৰ্ব্বতমালার সৰ্ব্বে|ভরেরটির নাম চন্দ্রমাল, সর্বদক্ষিণেরটির নাম মহাদেও পৰ্ব্বত । প্রাচীনকালে মহারাষ্ট্র জাতির জন্ম হয় কঙ্কনে ও সন্থাদ্রির এই শাখা-পৰ্ব্বতগুলির উপত্যকার মধ্যে । ভারপর কালক্রমে এই পাৰ্ব্বত্য শিশু বুদ্ধি পাইয়া, উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ক্রমশ: ছড়াইয়া পড়ে। অবশেধে তাছার প্রতাপ এত বাড়িয়া পড়ে যে, অঙ্গ ভারতেও তাহার স্থান সন্ধুলান হইল মা ! তাহার দাপটে ভারতের স্বদেশী বাদশাহ ও বিদেশী রাজ্যজীর দী ধর্মরি কপিাত লাগিল-সে ইতিহাসের কথা— পরে বলিব । এখন মহারাষ্ট্র দেশের মোটামুটি একটা চৌহদী তোমাদিগকে জানাইয়া দিই। উত্তরে সাতপুর ও গোয়ালগড় পর্বতমাল্ল ; পূর্কে হায়দ্রাবাদ রাজ্যের পশ্চিমাংশ ও মাদ্রাজ প্রদেশের কিয়দংশ ; দক্ষিণে তুঙ্গভদ্রা নদী ও দক্ষিণ কানার ; এবং পশ্চিমে আরব্য সাগর। মহারাষ্ট্র দেশের প্রায় সমস্তটাই বোম্বাই প্রদেশের অন্তর্গত । নিজমের হায়দ্রাবাদ রাজ্যের সমস্ত পূৰ্ব্বাংশেই মহারাষ্ট্রদের বাস। মধ্যপ্রদেশের নাগপুর, সিউনি ও জব্বলপুরের সমস্ত পূৰ্ব্বভাগেও মহারাষ্ট্রায়ের সংখ্যাধিক্য দেখা যায়। ত্রো, স্বরাট ও রাজপিপলি প্রভৃতি কয়েকটি জেলা ছাড়া সাড়পুর ও