পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মামি እ6 ́ $ নেকি অশোককে পথ দেখিয়ে রান্নাঘরের পাশ দিয়ে উঠান পার হয়ে বড়ো ঘরের দাওয়ায় উঠল। দবাজায় বাব থেকে শিকল লাগানো ছিল, ক্ষিপ্ৰ হস্তে শিকল খুলে ফেললে। ঘরে প্রদীপ জ্বলছিল, দরজা খুলতেই বাতাসে নিভে গেল। অশোককে হাত ধরে ঘবের ভেতর নিয়ে গিয়ে নেকি বললে, দাঁড়ান, আলো জ্বালছি। ঘরের একদিকের তাক হাতন্ডে একটা ল্যাম্প নিয়ে এসে বললে, আপনার কাছে দেশলাই আছে ? କମ୍ପା | সিগাবেটি খান না ? କମ୍ । খুব ভালো ছেলে তো । নাঃ, আপনার সঙ্গে তা হলে পারা গেল না দেখছি। রান্নাঘরেই যেতে হল। থাকুন। অন্ধকাবে চুপটি করে দাঁড়িয়ে। বলে নেকি বাইবে চলে গেল। আলোটা জেলে ফেলুন। অশোকবাবু! একবাব তো দুজনেই খানিকটা কবে জল ঢেলেছি, সর্বাঙ্গে যে বকম ধাবা বইছে, এবাব ঘবে ঢুকলে মেঝেতে নদী বয়ে যাবে! নিক্য কালো আঁধার, কিন্তু তারই ভেতর লেকিব হাতের দুগাছি সোনার চুডি বান্নাঘবের অদৃশ্যপ্রায় আলোমা চিকচি : 4. জিন। দেশলাই নিয়ে অশোক একটা কাঠি জ্বালিয়ে বললে একেবারে ভিজে গেছেন যে ! সেটা উভযন্ত , পরে দুঃখ। কবা যাবে, বাতিটা জ্বালুন ! আলো জ্বেলে অশোক বললে, মেঝেটিা সত্যিই ভেসেছে। তা হােক মুছে নিলেই হবে। আলনা থেকে লালপোড়ে শাড়িটা দিন। বাকুসো না খুললে আবাব আপনার কাপড় জুটবে না। অশোক শাড়িটা এনে দিলে। বারান্দার একদিকে একটু ঘেরা ছিল, শাড়ি নিয়ে নেকি সেখানে 6t2 rीक्रन । অশোকের জামা কাপডেব অতিৰিক্ত জলটুকু ইতিমধ্যে প্রায় সবটাই ঝবে গিয়েছিল, কিন্তু ভিজে জামাব আলিঙ্গনটা বড়োই বিশ্ৰী লাগিছিল। জামাটা খুলে হাতে নিযে নেকির প্রতীক্ষায় ঘবের মাঝখানে দাঁড়িয়ে অশোক একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। প্রকাণ্ড ঘর। একপাশে দুটি বড়ো বড়ো খাট জোড়া লাগিয়ে পাতা রয়েছে। তাতে যে বিছানা আছে খাটের অর্ধেকটাও আবৃত করবার সাধ্য তার নেই। সেকেলে আসবাব, যেমন বিরাট তেমনি কদাকার। এক কোণে গোটা কুড়ি-পঁচিশ হাঁড়িকলসি তাতে সংসারের চাল-ডাল থাকে বোঝা গেল। পুরানো রংচটা একটা কাঠের আলনা, সোজা দাঁড়াবার ক্ষমতা নেই, হেলে পড়েছে। ফরসা, মলিন, আস্ত এবং ছেড়া নানা রকমের নতুন পুরাতন ধুতি শাড়ি শেমিজ যত্ন কবে গোছানো রয়েছে। চাচের বেড়ার গায়ে বাঁশের পেরেকে একটা আয়না বুলিছে, কাছেই একটা চিবুনি গোঁজা। আয়নার নিচে একটা টুল, তার কাছে হাতলভাঙা কাঠের চেয়ার। একটা আমাকাঠের সিন্দুক একটা কোণের সবটুকু দখল করে আছে। মাথা নিচু করে অশোক খাটের নীচে উকি মারাল। ধূলোয় মলিন বড়ো বড়ো পিতলের হাঁড়িকলসি ডেকচি ইত্যাদি থেকে আরম্ভ করে কুলো ধুচুনি পর্যন্ত সেখানে জমা হয়ে আছে। না কি ? না বাঘ। অন্তত একটা শেয়াল যে খাটের নীচে---