পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মামি ᏚᏳᏔᏯ অশোক বসল। বললে, তোমার কিন্তু বেজায় সাহস। লোকে নাই জানুক, আমাকে তো একরকম জােনই না, কী বলে ডেকে আনলে ? আপনাকে জানি না কে বললে ? আমি বলছি। এসেছি। পাঁচদিন, দেখা হয়েছে তিনবার, তিনবারই ঝগড়া করেছি। চেনবার সুযোগ পেলে কোথায্য ? পুকুরপাডে বরং নেকি খিলখিল করে হেসে উঠল। ওটা তার স্বভাব। বললে, পুকুরের ঘটনাটা ভোলেননি দেখছি। না ভুলিনি। ঠাট্ট নয়, সত্যি বল কী করে চিনলে আমায় ? নেকি বললে, একজনকে চিনতে হলে তার সঙ্গে দু-চার বছর মিশবার দরকার হয় বলে মনে কবেন নাকি আপনি ? আমার সঙ্গে প্রথম থেকে যে আমনভাবে ঝগড়া করতে পারে তাকে ভয় করা আমি প্রয়োজন মনে করি না। বুঝলেন? অশোক ঘাড় নেড়ে বললে, না। তবে অন্যরকম করে বলি। আমাদের অনুভূতি বলে একটা জিনিস আছে। অশোকবাবু, একবার দেখলেই আমরা মানুষকে চিনতে পারি। আর কি জানেন, মাসিমার ছেলেকে চিনবার দরকার &?] 'erit ! নেকিব কথায় তাব মার প্রতি এমন একটা সহজ। শ্রদ্ধার ভাব প্রকাশ পেলে যে, অশোক খুশি হয়ে উঠল। একটু চুপ করে থেকে বললে, আচ্ছা নেকি, তোমার ভালো নামটা কী বলে তো ? নেকি নামটা পছন্দ হয় না ? ও নামটা আমায় একেবারে মানায় না। কী বলেন ? আপনি না হয়। আমাকে লীলা বলবেন। लँोळ्ना? त* नान् । সত্যি বেশ ? অশোক জবাব দিলে না, একটু হাসল। হঠাৎ নেকি বললে, আপনার খিদে পেয়েছে? আম খাবেন ? অশোক ঘাড় নাড়ল । আম খাবেন না ? তাহলে কী দিই! কাল সন্দেশ করেছিলাম, গোটা চারেক আছে বোধ হয, তাই খান তবে । অশোক আবাবা ঘাড় নাডল।

  • ঘাড় নাড়ছেন যে খালি ? ইচ্ছেটা কী?

ইচ্ছে কিছু না খাওয়া। বাডি থেকে যতদূর সাধ্য খেয়ে বার হয়েছিলাম, খিদে নেই। নেকি মুখ গোঁজ করে বললে, কুঁ! রাগ হল ? আচ্ছা দাও, খাব। থাক। খিদে না থাকলে খেতে নেই। তৎক্ষণাৎ বললে, খিদে যেন পাচ্ছে বলে মনে হচ্ছে, এতক্ষণ বুঝতে পারিনি। কী দেবে দাও, খেয়েনি। নেকি হাসিমুখে খাবার নিয়ে এল। শুধু সন্দেশ নয়, আমিও কেটে দিল। ঘরেই ছিল। কোণের ফলসি থেকে জল গড়িয়ে দিল। অশোক নিঃশব্দে আহারে মন দিল। নেকি বললে, খেতে খেতে কথা বলুন, চুপ করে থাকতে ভালো লাগে না। কী বলব ?