পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য ՀԵ՞Տ) কী ভাবছি ? ভাবছি। এক মজাব কথা, আনন্দ। কী মজার কথা ? আমি অন্যায় করে এতদিন যত লোককে কষ্ট দিয়েছি, তুমি আমাকে তার উপযুক্ত শাস্তি দিলে। এই হেঁয়ালিটি নিয়ে আনন্দ পবিহাস করল না। বুঝতে পারলাম না যে। বুঝিয়ে বলুন। তুমি বুঝবে না। আনন্দ। বুঝব। আমি কী করেছি, আমি তা বুঝব। যত বোকা ভাবেন আমি তত বোকা নাই। হেরম্ব বিযগ্ন হাসি হেসে বলল, তোমার বুদ্ধির দোষ দিইনি। কথাটা বুঝিয়ে বলবার মতো নয়। আমার এমন খারাপ লাগছে আনন্দ । আনন্দ সামনের দিকে তাকিয়ে নিরানন্দ স্বরে বলল, তার মানে আমার জন্য খারাপ লাগছে ? আচ্ছা লোক যাহোক আপনি ! হেরম্ব অনুযোগ দিয়ে বলল, আমার মন কত খাবাপ হয়ে গেছে জানলে তুমি রাগ করতে না 75]न्मन्मा । আনন্দ বলল, মন বুঝি খালি আপনারই খারাপ হতে জানে? সংসাবে আর কারও বুঝি মন নেই ? হেঁয়ালি করা সহজ । কারণ তাতে বিবেচনা থাকে না। লোকের মনে কষ্ট দেওয়া পাপ এমনিতেই মানুষের মনে কত দুঃখ থাকে। আনন্দের অভিমানে হেরম্বের হাসি এল। তোমার দুঃখ কীসের আনন্দ ? আপনারই বা মন খারাপ হওয়া কীসের ? চাঁদ উঠেছে, এমন হাওয়া দিচ্ছে, এখুনি প্রসাদ খেতে পাবেন, তারপব আমার নােচ দেখবার আশা করে থাকবেন—আপনারই তো যোলো আনা সুখ। দুঃখ হতে পারে আমার। আমি এত মন্দ যে লোককে মিছিমিছি। কখন শাস্তি দি নিজে তা টেরও পাই না। আমার কাছে বসতে হলে লোকের এমনি বিশ্ৰী লাগে, আমি মিষ্টি-মিষ্টি কথা বললেও । কুঁঃ, আমাব দুঃখের নাকি তুলনা আছে! হেরম্ব ভাবল, আজ নিজের কথা ভেবে লাভ নেই। নিজের কথা ভুল কবে ভেবে এতদিন জীবনটা অপচয়িত হয়ে গেছে, এখন নির্ভুল করে ভাবতে গেলেও আজ রাত্রিটা তাই যাবে। আনন্দের অমৃতকে আত্মবিশ্লেষণেব বিযে নষ্ট কবে আগামীকালেব অনুশোচনা বাড়ানো সঙ্গত হবে না। খারাপ লাগছে কেন, জান ? কী করে জানিব ? বলেছেন ? আনন্দ আশান্বিত হয়ে উঠল। তোমার কাছে বসে আছি বলে যে খারাপ লাগছে। এ কথা মিথো নয়। আনন্দ। की अॉनेि । কিন্তু কেন জান ? আনন্দ রেগে বলল, জানি জানি। আমার সব জানা আছে। কেবল জানো জানো করে একটা কথাই একশো বার শোনাবেন তো ! একটা কথা একশো বার আমি কারুকেই শোনাই না। এমন কথা শোনাব, কখনও তুমি যা শোননি। থােক। না শুনলেও আমার চলবে। আপনি অনেক কথা বলেছেন, ফুসফুস হয়তো আপনার ব্যথা হয়ে গেছে। এইবার একটু চুপ করে বসুন। আর তা হয় না। আনন্দ। তোমাকে শুনতেই হবে। তোমার কাছে বসে আমার মনে হচ্ছে, এতকাল তোমার সঙ্গে কেন আমার পরিচয় ছিল না? তাই খারাপ লাগছে।