পাতা:রঙ্গমল্লী.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Seశి রঙ্গমল্পী প্রথম অঙ্ক আমি......বোধ হচ্ছে আমি কার একখানা মুখের উপর হাত দিচ্ছি । তৃতীয় অন্ধ বলছ কি ? ক্রমে তোমায় বুঝে ওঠাই যে মুস্কিল হয়ে পড়ল দেখছি। তোমার হয়েছে কি ? তুমি কোন দিকে ? এরি মধ্যে এত তফাৎ হ’য়ে পড়লে নাকি ? প্রথম অন্ধ ওঃ ! ওঁ ! ওঁ ! আমি কিছু বুঝতে পাচ্ছিনি —আমাদের মাঝখানে এ যে মরা মানুষ ! সকলে এখানে মরা মানুষ ? তুমি কই ? তুমি কই ? প্রথম অন্ধ সত্যি বলছি...মরা মানুষ ! ওঁ ! ওঁ ! আমি মড়ার মুখে হাত দিইছি ...আমরা মরার কাছে বসে আছি । আমাদের মধ্যেই নিশ্চয় কেউ হঠাৎ মারা পড়েছে। আচ্ছা কথা কও, কে কে বেঁচে আছে দেখা যাক! তোমবা কই ? সাড়া দাও, সবাই মিলে সাড়া দাও। ( উন্মাদগ্ৰস্ত স্ত্রীলোকটি এবং বধির লোকটি ভিন্ন সকলে সাড়া দিল ; বৃদ্ধ তিনজন নাম জপ বন্ধ কবিল। ) প্রথম অন্ধ আমি আর গলার আওয়াজে কাউকে চিনতে পাচ্ছিনে ; সবারি স্বর এক রকম uঠবছে••••• সব বর্ণপছে i