পাতা:রঙ্গমল্লী.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8 द्रछह्मही সবারি সঙ্গে সন্ধি আমার জীবন কেবলি মুখের মেলা । শোক নেই, উদ্বেগ নেই, কোনো ঝঞ্ঝাট নেই ; সাত পুরুষ কেন—দশ পুরুষ এমনি চলে আসছে। আমার পূর্বপুরুষ মহাত্মা কৌৎ যে দিন এই রাজ্য অধিকার করেন সেই দিন থেকে চতুঃসীমান্তের কোথাও কোনো গোলমাল নেই, আট দিক একেবারে ঠাও । এতে আমার নিজের বিশেষ কোনো কৃতিত্ব নেই ; আমার রাজভক্ত রাজপুরুষদের কল্যাণেই শান্তি স্বরক্ষিত হচ্চে । প্রাসাদে কিন্তু আর প্রবেশ করতে ইচ্ছা হয় না ; পিতৃদেবের স্বৰ্গারোহণের পরে অন্তঃপুরিকারী স্থানভ্রষ্ট হওয়ায় অন্তঃপুর একেবারে শ্ৰীহীন হ’য়ে পড়েছে। আর এই একঘেয়ে জীবন ভাল লাগে না । মৌংস্ক দেবপুত্র । আপনি এ কিরূপ আজ্ঞা করচেন ? গরীব চাষাও ইচ্ছামত পত্নী গ্রহণ করতে পারে, আর আপনি—যিনি অষ্টদিকপালের মধ্যে একজন, সাক্ষাৎ দেবতার অংশ,সমস্ত পৃথিবী আপনার অধীন,—আপনি পারবেন না ? অধীনের নিবেদন–রাজ্যের দিকে দিকে বিশ্বস্ত লোক পাঠিয়ে জাতি-কুল-নিৰ্ব্বিচারে, পনের থেকে কুড়ি বছরের যেখানে যত সুন্দরী আছে সকলকে রাজামুগ্রহের ছায়ায় আনা হোক ; অন্তঃপুৰ আবার আনন্দের পুরী হয়ে উঠুক। সম্রাট ঠিক ঠাউরেচ, মৌংস্ক, ঠিক ঠাউরেচ। নিৰ্ব্বাচনেৰ ভার তোমার উপরেই অৰ্পিত হ’ল ; হুকুমনাম আজই লিখে দেওয়া