পাতা:রঙ্গমল্লী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8やり ब्रछाभल्ली প্রধান মহারাজ মার্জন করবেন, অধীনকে রাজকাৰ্য্যের অনুরোধে বাধ্য হয়ে বাচালতা অবলম্বন করতে হচ্চে। মহারাজের এই অতি প্রেমের কাহিনী দেশ বিদেশে রাষ্ট্র হয়ে পড়েচে ; সবাই জানতে পেবেচে আপনি অঙ্কলক্ষ্মীর প্রেমে রাজলক্ষ্মীকে অবহেল করতে আরম্ভ করেচেন। আপনি রাজকাৰ্য্য দেখেন না বলে রাজপুরুষেবাও স্বেচ্ছাচারী হ’য়ে উঠেচে, রাজ্যময় বিশৃঙ্খলা । কাজেই বিদেশী বৰ্ব্ববের সাহস পেয়ে গেছে, ভয় দেখিয়ে কাজ হাসিল করবার চেষ্টা করচে । এখন, এ অবস্থায়, শাওকীন দেবীর মায়া ত্যাগ করা ভিন্ন আবে কী উপায় আছে ? আমাদের সৈন্ত সুশিক্ষিত নয়, উপযুক্ত সেনাপতির অভাবও অনেক দিন মহাবাজকে জানিয়েচি। এই বিশৃঙ্খলার মধ্যে তাতারের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হ’লে পরাজয় অবশুম্ভাবী। আব, তার উপরে, তাতাবের একবার লুটপাট আরম্ভ করলে দুৰ্দ্দশার আর সীমা পরিসীমা থাকবে না। অন্তত প্রজাদের মুখ চেয়েও শাওকীন দেবীকে পরিত্যাগ করা কর্তব্য । ( প্রতীহাবীর প্রবেশ ) প্রতীহারী তাতার দুত রাজদর্শনের জন্তে বাইরে প্রতীক্ষা করচে। সম্রাট আসতে আদেশ কর। ( দুতের প্রবেশ ) দূত তাতার সর্দার হান্‌চীর খাঁ মাননীয় চীনসম্রাটকে এই কথাগুলি