পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > ०२ ) আমি আসি যাই যতবার, চোখে পড়ে মুথ তার, তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবিলো । শ্রাবণে আধার দিশি শরতে বিমল নিশি, বসন্তে দখিন বায়ু বিকশিত উপবন। কত ভাবে কত গীতি গাহিতেছে নিতি নিতি মন নাহি লাগে কাজে অ*াখি জলে ভাসিল ॥১০২ বেহাগ একতালা । শুধু যাওয়া আসা । শুধু স্রোতে ভাসা । শুধু আলো অধিারে কাদা হাসা। শুধু দেধা পাওয়া শুধু ছয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আশ ।