পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( د ۶د ( যেন তার প্রাণের কথা আষেক খানি শোনা গেছে । পথেতে যেতে চলে, মালাটি গেছে ফেলে— পরাণের আশা গুলি গাথা যেন তায় । ১৯২ ॥ বেহাগ। আড়াখেম্টা। দুজনে দেখা হল-মধু যামিনীরে - কেন কথা কহিল না~চলিয়া গেল ধীরে ! নিকুঞ্জে দখিনা বায়, করিছে হায় হায়— লতা পাতা ফুলে ফুলে ডাকিছে ফিরে ফিরে । দুজনের অ’াখি বারি গোপনে গেল ঝরে— দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল মরে । আর ত ছলনা দেখা জগতে ীেহে একা চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে । ১৯৩ ॥ ।