পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२२ ) কে আছ জাগিয়া পুরবে চাহিয়া বল উঠ উঠ সঘনে, গভীর নিদ্রা মগনে। বল তিমির রজনী যায় ওই, আসে উষ নব জ্যোতিৰ্ম্ময়ী নব আননে নব জীবনে, ফুল্ল কুসুমে মধুর পবনে বিহুগকলকূজনে। হের আশার আলোকে জাগে শুকতার উদয়-অচল পথে, কিরণ কিরীটে তরুণ তপন উঠিছে অরুণ রথে । চল যাই কাজে মানব সমাজে, চল বহিরিয়া জগতের মাঝে,