পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনদেবীগণের প্রবেশ । বনদেবী । নমি নমি ভারতী তব কমল চরণে, পুণ্য হল বনভূমি ধন্য হল প্রাণ বাল্মীকি। পূর্ণ হল বাসন, দেবী কমলাসন, ধন্য হল দস্থ্যপতি গলিল পাষাণ। বনদেবী। কঠিন ধরাভূমি এ, কমলালয়। তুমি যে, হৃদয় কমলে চরণ কমল কর দান ! বাল্মীকি। তব কমল পরিমলে রাখ হৃদি ভরিয়ে । চির দিবস করিব তব চরণ-সুধা পান । | ২৬৬ | দেবীগণের অন্তর্ধান । বাল্মীকি কালী প্রতিমার প্রতি । রামপ্রসাদী সুর। প্তামী, এবার ছেড়ে চলেছি মা !