পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরশ পুলক-রস-ভর রেখে যাই, নাহি দিই ধর ; উড়ে আসে ফুলবাস, লতাপাত ফেলে শ্বাস, বনে বনে উঠে হা হুতাশ ' . " -- o অামি কৰ্ভু ফিরে নাহি চাই ! ৭ | T , جناب۔ পলু | থে সড়। } এসেছিগে। এসেছি, মন দিতে এসে ছি, যারে ভাল বেসেছি । ফুল দলে ঢাকি মন যাব রাখি চরণে, পাছে কঠিন ধরণী পায়ে বাজে রেখ রেখ চরণ হৃদি মাঝে,