পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిry } আনন্দময় তোমার বিশ্ব । শোভামুখ পূর্ণ, । আমি আপন দোষে দুঃখ পাই । বাসনা অমুগামী। - মোহ বন্ধ ছিন্ন কর কঠিন আঘাতে, অশ্রুসলিলধৌত হৃদয়ে থাক দিবস-বামী । ৩৯৮ ॥ রাগিণী টেড়ি— তাল কাওয়ালি। ং নব আনন্দে জাগো আজি ; নবরবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নিৰ্ম্মল জীবনে । উৎসারিত নবজীবননিঝর, উচ্ছসিত আশাগীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শাস্তি পবনে । ৩৯৯ ৷