পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8 ) পুরাণ বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে ৷ ৩৮ ৷৷ মিশ্র মূলতান । কাওয়ালি । আজি অ্যাথি জুড়াল হেরিয়ে, মনোমোহন মিলনমাধুরী যুগল মূরতি । ফুলগন্ধে আকুল করে, বাজে বাশরা উদাস স্বরে, নিকুঞ্জ প্লাবিত চন্দ্র করে ;– তারি মাঝে, মনোমোহন মিলন মাধুরী যুগল মরতি । আন আন ফুলমালা, দাও দোহে বাধিয়ে ! হৃদয়ে পশিবে ফুলপাশ,