পাতা:রসকেলী.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

গোপীঙ্ক সহন সহি ন পারি।
কালন্দী কূলরে কালকু মারি॥
কালরে তঁহির হোইলা নাশ।
নাশ হোই গলা তাহার বিষ॥
টোকা কালে সে যে গরু চরাই।
শ্রীদামে সুদামে সঙ্গরে নেই॥
কেতি ক্রীড়া কলে তা মান সঙ্গে।
কেতি রূপ হেলে কেমন্ত রঙ্গে॥
গোপর ননী যে করিলে চুরি।
গোপ গোপীমানে ন ধরি পারি॥
শেষরে কহিলা মতি পাখর।
তুম্ভর পুঅকু জবদ কর॥
বান্ধিলা তাহাকু যমলার্জ্জুনে।
উদ্ধার হোইলা পাপ নাশণে॥