পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। 0 বারিধারাসম, রাঘবের দেহ লক্ষি নিমেষমাঝারে । ঘোর শরঘর্ষরব, বিকট হুঙ্কার ঘন, ঘাতপ্রতিঘাত, বিক্ষোভিত রণস্থলী করিয়া তুলিল । প্রতিদ্বন্দ্বি-পদাঘাতে কঁপিলা মেদিনী । কতু গদা, কভু ভল্ল, শূল, ভিন্দিপাল, ছাড়িলা কোণপাধিপ রাঘবের দেহে ; কিন্তু বৃথা । সুকৌশলে স্তন্তি’ বায়ুপথে, প্রতিকূল সৌর-অস্ত্রে কাটিলা নিমেষে রঘুবর। দশানন বিস্ময় গণিলা ; মহাতঙ্কে হৃৎপিণ্ড র্কাপিয়া উঠিল । হেনকালে দীৰ্ঘবাহু ঘর্ঘর-নিনাদে নরশিরোঙ্কিত রথ আনিলা সম্মুখে ; একলম্ফে নৈকষেয় উঠিলা স্তন্দনে । কোদণ্ড টঙ্কারি’ ঘন এড়িলা রাঘব শরস্রোতঃ, কণ্টকিত করি নভস্থলী । অবিরল জ্যা-নির্ঘোষে বধির শ্রবণ,— হইল নীরব যেন সেই রণস্থলী । মণ্ডলে কখনে, মহামণ্ডলে কভু বা, অপদ্রুত, সমাগম, বিচিত্র গতিতে