পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সর্গ। । లిసి বিজ্ঞ তুমি দেখ মনে গণি ; ভবিষ্যৎবাণী সদা নিরর্থ, নিৰ্ম্মল। তবে যদি ফলে কভু-কভূ, কুবিশ্বাসবশে দেহী আস্থা করে তাহে । বীরপূন্য স্বৰ্ণলঙ্কা হয় নি এখনো । কুমার সুধন্বী মহী আঁধার গগনে, শুভ্ৰ-শশধর-সম | উদিবে বিমল জ্যোতি গগনে আবার ; এ-বংশ-অক্ষয়-কীৰ্ত্তি আবার জাগিবে, মুছিবে কলঙ্ককালী বিমল সলিলে । বিশ্বাসস্থাপন কর, কর আস্থা, বলি ; প্রতিভা জগত-জয়ী বাহুবল হতে ।” শুনিয়া লঙ্কেশ-সুত কহিলা আশ্বাসি— “মন্ত্রিবর, বুঝয়াছি আমি । চাহ শান্তি পা ও সে অচিরে যদি বিনা রক্তপাতে ; তা’ সহ আমার জীবনের মহা-আশা, দেবীর অর্চন, পূর্ণ যদি বিধিমত হয় এতকালে ; এক কার্যো একাধিক ফল সন্তবিলে, চেষ্টা কি উচিত নহে এ শুভসময়ে ? কত মায়া জানে, কহ, মায়াবিযুগল ? প্রতীক্ষা, হে রক্ষোবর,