পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । ృg ? গৰ্ত্ত হ’তে, রক্ষা হতু এইক্ষণে আন রক্ষপুরে, বরিয়াছে আজি রণে সেনাপতিপদে সাবধানে উচিত রহিতে । বাহু-বল, মায়া-বল, উভ বলে বলী, পরম মায়াকৌশলী বৈশ্রবণস্থত । অকার্য্য, সুকার্য, তা’র সম ধরাতলে । সাবধানে আজি নিশা উচিত যাপিতে ; কখন কি করে মূঢ় কহিব কেমনে ? দেহ আজ্ঞ, নরদেব, রন্থক জাগ্ৰত, বৃহ রচি সেনাচয়, যে অবধি ভানু পূরব-আকাশে নাহি দেখা দেন হাসি।” উত্তরিলা নল, তেজে অনলের সম— “কি কহিল, নৈকষেয় ? শত পুত্র-পৌত্র রণে বধিমু যাহার, এক-পুত্র-তরে শঙ্কা কেন কর তুমি, অরিন্দম ? হ’ক সে কৌশলী, হ’ক মহাপরাক্রম, আশু ভস্মরাশি হবে মুহূৰ্ত্তমাঝারে। বাহুবল, মায়াবল, বিফল সকলি, হেন রণমন্ত রঘু-অনীকিনী সহ । ছায় যথা ভানুকরজালে,