পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ । R>> বিষাদিনী, একবেণী মুক্ত পৃষ্ঠদেশে । কপালে সিদূরলেখা, উষার ললাটে লোহিত বালার্কলেখা শোভাময় যথা ; অথবা যেমতি শ্ৰীহীন কাননভালে একটি কিংশুকপুষ্প শোভে সুরঞ্জিত। অনিদ্র বিকল আঁখি বন্ধল-অঞ্চলে . মুছি, নিরখেন উষ ভানু-বিরহিণী । প্রাতঃ-সম্ভাষণ-তরে বিহগ বিহগী, কুরঙ্গ কুরঙ্গী সহ আসি উপজিল দ্বারদেশে । বান্তিরিলে সতী, রঙ্গে অঙ্গ লেহি, নাচিতে লাগিল পশু ইতস্ততঃ ভ্ৰমি ; কভু শিরে, কভু করে, বিহঙ্গমকুল বসিল, উড়িল, মাতি বৈতালিকগীতে। হেনকালে বৃক্ষশাখা-অন্তরাল হ’তে, বাহিরিল নিশাচর লতাগৃহদ্বারে । মেদিনী শ্বসিলা শীত-পবনের রূপে । “নমস্কার দেবি” কহিল রাক্ষস নির্লজ্জ কোমলভাষে। তীব্র দেবতেজঃ সতীর শরীর হ’তে বহিরি যেন বা নিবারিল নিশাচরে ; অচল দুৰ্ম্মতি ।