পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সৰ্গ । ২১৭ দল সহ, উপজিল মনস্বিনী রাণী মন্দোদরী। পশ্চাতে র্তাহার, পদাতিক, সু-ধানুষ্ক, সুবর্ণ-শিবিক, দ্রুতগতি সে কাননে আসি প্রবেশিল । সেই দাও, “হায় রঘুপতি, দেবর লক্ষ্মণ, বলি মূর্ভূিত হইয়া সতী পড়িল ভূতলে। মুহূর্তে সিংহিনী-সম ধাইলা মহিষী চেড়ী সহ ; প্রতিহারী পদাতিক ব্রজ ইরম্মদবেগে সবে মহিষা-আদেশে ধাইল পশ্চাৎ হ'তে উদ্দেশি রক্ষসে । মন্ত মাতঙ্গের করে সাপটি ধরিলা তেজে রক্ষেতিরুবরে । হীনবল পাপী ; হীনবল যথা আহি বালিগ্ৰাহি-করে। রক্ষেীরাজেশ্বরী বক্ষে তুলিয়া লইল সীত-লতা, রাজহংসী মৃণালে যেমতি চষ্ণুপুটে। অঞ্চলে মুছা'য়ে দেহ, শীতবারি-সেকে, চেতনলা রঘুবাঞ্ছ। সেই দণ্ডে, ঘনঘন হ্রাদে, আবার বাজিল রণবাদ্য, ঘোর ঘটা করি । হস্তিঅশ্ব-রথি-কুল-ভৈরব-নিনাদে, শূন্ত