পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ । &〉。 SS S SSAS SSAS S S S S S S S S S S S S S S S ধরা। স্বল্‌স্কন রবে, জালাময় শরজাল ছুটিল তেমতি । জাগি নিশাচর— গিরিদেহ ভেদি যথা ধায় জলস্রোতঃ, কিংবা যথা বেলাভূমি ভাঙ্গি হুহুঙ্কারে ছুটে বারিদলপতি,—তেমতি বিচ্ছিন্ন করি সুদৃঢ় বন্ধন, প্রতিহারিদলে দুরে ছুড়ি ফেলি বেগে, ধাইল মোহান্ধ রক্ষঃ রণভূমি-দিকে, উৰ্দ্ধশ্বাসে ;–ধায় যথা উনপঞ্চাশত বায়ু, প্রলয়ের দিনে, সংহারগর্জন শুনি মহারুদ্রমুখে ; অথবা যেমতি প্রকাও গ্রহের পিও, গগন বিদারি, ধায় ধরাতলদিকে কক্ষরজ্জ্ব ছিড়ি । হেনকালে রক্ষচর, আসিয়া নমিল মহিষীরে ; জোড়করে, নিবেদিল পদে—“তুমুল সংগ্রাম, মাতঃ, বাজিয়াছে এবে । সৰ্ব্বদ্বারে বীরগৰ্ব্বে যুঝিছে বাহিনী। বহিতেছে লোহস্রোতঃ গভীর কল্লোলে, ভাসায়ে উভয়সৈন্ত । রাঘবশিবিরে গতি অসম্ভব । কেমনে পশিবে, মাতঃ, এ কটক কাটি ?