পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সৰ্গ । ২২৭ জ্বলন্ত কৃপাণ, ধাধিল বিকটতেজে অম্বরমণ্ডল. বিনিন্দিত উচ্চৈঃশ্রবঅশ্ব-পৃষ্ঠ-পরে, মন্দ আস্কন্দিতে, শূলহস্তে বিভীষণ আইলা ধাইয় । উচ্চ মঞ্চাসন হ’তে, হেরিলা রাবণ রুষি রাবণ-অম্বুজে, মিত্রঘাতী। ধায় যথা বিধৰ্ম্মি-বিদ্যুৎ-ছটা লক্ষি’ পরস্পরে, ধাইলা বৈদেহী-হর হোর বিভীষণে রঘুমিত্র। অগ্রসরি রিপু অগ্ৰে ভীম গরজনে, কহিলা কোণপাধিপ—“রক্ষকুলগ্ননি, পর-অন্ন-ভোজী, ঘৃণ্য তুষ্ট বিদিত জগতে । কালস্রোতঃ নিরবধি, যে অবধি বহিবে অবাধে, মূখধিম, সে অবধি তোর নাম, অবিশ্বাসী, জ্ঞাতিদ্রোহী, কুলাঙ্গার রূপে, বহিবে জাগ্রত ত্ৰিজগতে । নিলঞ্জ তুই, আইলি অস্ত্র ধরিতে দুৰ্ম্মতি ? কার তরে ? পুত্রবধ, জ্ঞাতবধ, মাতৃসম জন্মভূমি, তাও প্রায় জনশূন্ত করি, পুরিল না আশা তোর ? শ্ৰাতৃবধে আইলি ধাইয়া ? কার