পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সৰ্গ । ఫిలిపి পতিত সমরে । হেরি রক্ষোদলদশ ক্ষণ দাড়াইলা নৈকষেয়, মহার্ণবে মৈনাক যেমতি । পুনঃ সে নৈরাশুদগ্ধ ৰিশ্ৰবাতনয় রাঘবারি, হুঙ্কারিলা ঘোরনাদে মাতা’য়ে স্বদলে । এক পরমৰ্ম্মভেদী দুৰ্দ্দম রাবণ, ছুটিলা সে রণভূমে দুষ্টগ্রহসম। হয়েশ্বরী বড়বা, বাড়বানলসম রণার্ণবে, সহৰ্ষে লষ্টয়া শূরে পুনঃ পুষ্ঠোপরি ছুটিল প্রচণ্ডবেগে লোহভ্রোতঃ ভেদি । কল্কী-অবতার যেন প্রলয়ের কালে । অথবা যেমাত কালচক্র, এ বিশাল ব্ৰহ্মাণ্ড জুড়িয়া, ছুটে অবিরামগতি, প্রতি পলে অনুপলে সংহারি দেহারে, তেমতি রক্ষেন্দ্র-চক্র ছুটিল নিমেষে । তীক্ষু শরজাল অর, নাভি শরাসন, জ্যানিৰ্ঘোষ চক্রনাদ, করমুক্ত-শরক্রিয়া পর্যন্ত’ * চক্রের। দুষ্ট হস্তে অস্ত্রক্ষেপ, বর্ষারস্তুে বারিধারাসম,

  • পরিধি ।