পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সৰ্গ । ર9:ગ মে ঘনঘন কম্প, মহার্ণবে যথা উত্তাল তরঙ্গদল প্রভঞ্জনবলে, ছাইল সে রণস্থল, সে সুবর্ণপুরী । ভাঙ্গিল ভূধরচুড়া, অচল-পঞ্জর, খণ্ডখণ্ড হয়ে দণ্ডে পড়িল ভূতলে ; নিম্ন হ'তে সামুদেশ উঠিল আকাশে, উদ্ধে উচ্চ শৃঙ্গরাজি ডুবিল অতলে। বিদীর্ণ হইল ধরা সহস্ৰযোজন ;— বাদানি বিশাল বক্ত, উগরিল ধাতুশ্ৰাব ধূমপুঞ্জসহ পূতিগন্ধ ব্যাপি চারিদিক, প্রেতভূমে রণভূমি কৈল পরিণত। স্বর্ণসৌধচুড়াবলী মড়মড় রবে, পড়িয়া ছাইল পুরী, অতি ভয়ঙ্কর । দ্বিতল, ত্রিতল, চতুস্তল, শতধা-খণ্ডিত হৰ্ম্মা, মঠ, দেবালয় ; কর্কট ফুটিত যথা অর্ককরাঘাতে। সরোবর, বাপীতল, দীর্ঘিকা গভীর, উচ্চ-শৈলধর-রূপে হ’ল পরিণত । উজাড় অরণ্য, মহাক্রমরাজি যত ভূমিগর্ভে মুহূর্ভে ডুবিল। সুবিস্তীর্ণ ు