পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সর্গ । 88ā - - -- .....ഹ -് এ সুন্দর লঙ্কাধাম আকাশশাখায় এতদিন। আজি, হায়, ছিন্নবৃন্ত চূর্ণ ফল রহিয়াছে পড়ি ভূতলে । কে করে গৌরব তা’র ? ধনদ-বাঞ্ছিত পুরী ; যে দৰ্পে লভিকু ধনদের কর হতে এ বিশাল পুরী,—কোথায়, হা বিধাতঃ, কোথা এবে সেই দৰ্প ? এই কিরে পরিণতি তার ? কাল পূর্ণ হয়েছে আমার ; নাহি অবসর, সত্য বুঝিয়াছি মনে।” এই রূপে, চিন্তিছেন রঘুরিপু বসি মৌনভাবে –হেনকালে, মহাকোলাহল করি আৰ্ত্তনাদে পূরি দেশ, পৌরজন যত আইল সে গৃহদ্বারে, করাঘাত করি বক্ষে শিরে । করুণ চীৎকারি সমস্বরে কহিল সে সমবেত নিশাচর-ব্ৰজ“হায় লঙ্কাপতি, লঙ্কা-অধিবাসী যাচে দরশন তব, নিবেদিতে শেষ কথা তোমার গোচরে, এ দুর্দিনে। কর কর্ণপাত, প্রভূ, এ মিনতি করি। এ বিগ্রহে নিগ্ৰহ অশেষ ভূঞ্জিয়াছে পুরবাদী