পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tు রাঘব-বিজয় কাব্য । রণ দেবাসুরদলে। তেঁই সাবধান সমুচিত এখনই বিধেয়।" ভাবিল নৃমণি—“ধীমান ঋক্ষ সত্য বা কহিলা । অচিরে ভেটিবে রক্ষ: ; সুপ্রভাতে চিরসাধ মিটাইব অা জ।" এতেক চিন্তিয়৷ উন্তরিলা সীতাপতি মৃদুমিষ্ট ভাষে— “মিত্রবর, ভাগাদোষে পতিত বিপদে আমি, লক্ষ্মণের সহ । কিন্তু শুভক্ষণে মিলাইল বিধি, তোমা সবাকার সম সুহৃদ বিপদে তোমার মন্ত্রণ, এন্তদিন রক্ষিয়ছে ভিখারী রাঘবে, রক্ষেরণে। এ সুদূর দেশে, নিরাশ্রয় জনে আশ্রয় তোমরা সদা কর সদুপায় এবে । অথবা ত্বরীয় চল সেনাদলবলে, মুসজ্জিত রণবেশে ব্রহ্মচক্র রচি, স্থাপি দ্বারে দ্বারে এবে, শৈলশৃঙ্গপরে, কেন্দ্রদেশে, কুগুল-আকারে।” ঘনরবে নিনাদিল ভেরী। মুহূর্তে সাজিল নর, ঋক্ষ, প্লবঙ্গম, রাঘবীয় সেন অগণিত ; প্রভঞ্জন গৰ্জ্জিলে যেমতি