পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२t>७ রাঘব-বিজয় কাবা মীৰ্ত্তও হাসিয়া মৃদু আশিষি পুত্রেরে, স্বশরীরে আইলেন দেবগণ যথা, শুনিতে সে মহাস্তুতি । অৰ্চনার শেষে সহস্রার্কি: দৃশুমূৰ্ত্তি আবার গ্রহিলা । হেনকালে উদঘাটিল ভৈরব আরাবে পুরদ্বার ; রণরঙ্গে বাজিল দুন্দুভি । আস্ফালিয়া করবাল, শেল, শূল, গদ, তীক্ষু শর, শরাসন, টাঙ্গী, খরসান, বাহিরিল পদাতিক বারিস্রোতঃসম । সেই স্রোতে নিমজ্জিত ক্ষেীণীধর-প্রায়, মন্দগতি করিসংঘ চলিল গৌরবে, পৃষ্ঠে সাদী, মহাস্কুশ পাশ্বে সুরক্ষিত। কঙ্কশীর্ষ-সেনাদল পশ্চাতে তাহার গৰ্ব্ববিষ্ফরিত বক্ষে ধাইছে মাতিয়া । অগ্নি-অস্ত্র ভয়ঙ্কর, বিশালশরীর, চলিল ঘর্ঘররবে কাপাইয়া পুরী। অশ্বারূঢ় সেনাব্ৰজ প্ৰমত্ত নৰ্ত্তনে ছড়াইয়া অগ্নিকণা ধাইল উল্লাসে । এ-কটক-মধ্যদেশে উচ্চৈশ্ৰবা-সমকৃষ্ণ-অশ্ব-সঞ্চালিত, পতাকামণ্ডিত,