পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। ○> SAASA SAASAASSAAAAA AAAASAAAA AAAAMMeeAAA SAAAAA AAAAA সহ বাধিলে সংগ্রাম, সহস্ৰ-শতেক উৰ্ম্মিবাহু তুলি, আস্ফালি বিক্রমে যথা ভয়াল গম্ভীর নাদে আহবানেন তারে ; তেমতি ভয়াল নাদ, কোলাহল বিশ্বনাশী যেন, রাক্ষসের শ্রুতিমূলে পশি অকস্মাৎ, চমকিল রক্ষোবরে, ঘোর মৰ্ম্মাহত । একলম্ফে লঙ্কাপতি, বেগে বাহিরিলা শয্যা তাজি । সতীর সম্মুখে সেন তিলমাত্র নারিলা রহিতে । নিশাচর প্রেত যথা, পলায় উষারে হেরি উৰ্দ্ধশ্বাস ছাড়ি। অবিরত ভূকম্পনে স্বলিত-চরণ, চলিলা নিকষা-সুত, শর যথা শরাসন হ’তে, সভাগৃহঅভিমুখে । অতর্কিতে হৃৎপিণ্ড-প্রচণ্ডকম্পনে, কঁাপিল রক্ষেন্দ্র শুর ; পলক পড়িল চক্ষে নিঃশঙ্ক রক্ষের । অজ্ঞাতে যেন ব', ভাবিতে লাগিল উচ্চে—“কিসের এ কোলাহল ? এ কি গুপ্ত আক্রমণ ? এ মানব, রাঘবকুল-কলঙ্ক, বিষম মায়াবী । নতুবা মরিয়া বঁাচে কে কবে