পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や রাঘব-বিজয় কাবা । এবে এ চঞ্চল হিয়া, হেরি তোমাদের বিকচ-কানন-শোভা । কিন্তু বিধি, হায়, বাম চিরদিন তিনি বৈদেহীর প্রতি ।" এইরূপে দীনভাবে বিলাপেন সতী, হেনকালে উপজিন্তু তা'র সন্নিধানে সসন্ত্রমে। প্ৰণমিয়া জিজ্ঞাসিন্ন, “এই নিশাচর-ভ্রমণ-সময়ে, একাকিনী বনমাঝে কি কারণে দেবি । উক্টরিল তরঙ্গ-কম্পিত-ইন্দু-নিভানন—“তুমি লো সরমে, আর দয়ার্দ্রহৃদয় রক্ষেরাণী, সীতা-লতিকার দুষ্ট আশ্রয়ের তরু, যে অবধি আনিয়াছে এই বনে উদ্যান-রসাল-তরু-ছিন্ন কার তা'রে । তব স্নেহবারি, অনাহারে অনিদায়, পালিয়াছে সদা । জাগরণে দুঃস্বপন হেরিয়াছি আজি। তাই চিন্তাকুল মনে ভ্ৰমিতেছি এ কাস্তারে । নিতান্ত অধীর হ'য়ে, বনপ্রান্তে নারিনু রহিতে। ইন্দ্রজিৎ গিয়াছে কি রণে ? নতুবা নিষেধ কর ; নিবারিতে কহ মহিষীরে, আশু ।