পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । 8% এ নব বয়সে বিশেয যশস্বী রথী, দেবদৈত্য-রণজয়ী ; কি কাজ সমরে ? গুরুতর রণ হ’তে শাস্তির মহিমা ।' কহিলেন চির-সনাথিনী ! তাই আমি আইলাম নিবেদিতে তব পাদমূলে এ বরিত।” ভূকম্পনে যথা অদ্রিপতি চঞ্চল, তবুও স্থির, বদ্ধ মূলদেশে,মহিষী তেমতি ভাব ধরিলা এক্ষণে । নিরাশ-নিশ্চল, কিন্তু আশঙ্কা-কম্পিত । “হয়, ভগ্নি, কতবার নিষোধন্থ তীরে, কতবার রক্ষেনাথে সাধিনু ফিরা'তে, এ কাল সমর হতে ;–বিফল সকলি । যাহা ইচ্ছা শঙ্করের । তাহার কিঙ্করে সপেছি তাহার পদে । কিন্তু লো স্বপনবাৰ্ত্ত শুনেছ কি তুমি ? কেন নিবারেন দেবী। চিরজয়ী বৎস মোর । দৈবজ্ঞ সেদিন গণনা করিয়া মোরে কহিলা আশ্বাসি’, ‘সহস্রবর্ষ আয়ু কুমারের। কিন্তু সীত-তরে, জয়-পরাজয় মোর তুল্য হইয়াছে। বুঝিলা কি তুমি, কেন