পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وئوئ\ রাঘব-বিজয় কাব্য সহে না বিলম্ব আর । তনয়ের প্রেতআত্মা, অঙ্গুলিনিৰ্দ্দেশে দেখাইছে ওই অশোককানন-দিকে মেঘলোক হ’তে । এখনি যাইব, এখনি বধিব তারে কৃপাণ-প্রহারে ; দ্বিধা খণ্ড মুণ্ড তার ধরাতল এখনি চুম্বিবে।” এত কহি মহাখড়গ অস্ত্রাগার হাতে আকৰ্ষিল নিশাচর । রবিকরে জ্বলিল অসির তেজ: কালানল-সম । উৰ্দ্ধবাহু, অসি ল'য়ে ধাইল অমনি অসিভূ২ । গৰ্জ্জি’ ভীমনাদে বেগে ছুটিল রাক্ষস, যথা? অশোককাননে বিরাজেন শোকাকুলা জনকনন্দিনী । বার্তা শুনি শঙ্ক-আৰ্ত্ত লঙ্কা-অধিবাসী, ধাইলা পশ্চাতে ত্রস্ত, সুপার্শ্ব-অবিন্ধ-কুট্ট-আদি মন্ত্রী সহ । ধাবমান মন্ত করী বাধিবার তরে হস্তিপালদল যথা ধায় উৰ্দ্ধশ্বাসে । কতক্ষণে নৈকষেয়-পাশ্বে আসি সবে নানামতে নিবারিতে করিলা সাধন ; কিন্তু বৃথা । অধোমুখ-বারিস্রোতঃ-সম