পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళ్చు; রাঘব-বিজয় কাব্য । কর পরিত্রাণ আশু আসি এ বিজনে । কণ্টক বিধিলে পদে সহিত না তব, এবে অপমৃত হই রাক্ষসের করে । কোথায় রহিলে দোহে ত্যজি অভাগীরে । জনম-দুঃখিনী সীতা, জীন সীতাপতি ; আর না হেরিবে দাসী এ ছার জীবনে ও রাজীব-পদযুগ নয়ন ভরিয়া । হায় রে মস্থর দুষ্ট, হা লুব্ধ কেকয়ি, রাজানাশ, বনবাস, বল্কল-ধারণ, এতেও কি মনস্কাম পূরিল না তব ? নিশ্চয় দুৰ্ম্মতি আজি বধেছে রাঘবে । ঘনঘন জুয়াল্লাস শুনেছি শ্রবণে,— পড়িয়াছে রঘু রখী আজিকার রণে । বধিতে আমারে তাই শোণিত-পিপাসী আসিয়াছে ধাই এবে অসহায় গণি ! কিংবা বুঝি নিশাচর পুত্রইন্দ্রজিতে হারী’য়েছে আজিকার নিশার সমরে । তাই রুষি’ আসিয়াছে বিনাশিতে সোরে, অমঙ্গলহেতুভূত হয় রে, কুক্ষণে না শুনিমু, হনুমান, তোমার সাধন ।