পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের छ्री S q কন্যা যে পিতার নিকট হইতে বহুদূরে বিচ্ছিন্ন হইয়া পড়িবে না, এই বিবাহের পক্ষে ইহাও একটি কারণ ছিল । রাজমোহনকে যাহারা জানিত তাহারা তাহার সবল দেহ ও অপরিমেয় দেহশক্তিকে হিংসা করিত ও সপ্রশংস দৃষ্টিতে তাহাকে না দেখিয়া পারিত না । সে অত্যন্ত কৰ্ম্মক্ষম ও পরিশ্রমী ছিল এবং কোনও কিছুতেই পশ্চাদপদ হইত না বলিয়া তাহার পিতা তাহার জন্য কিছুই না রাখিয়া যাওয়া সত্ত্বেও এবং তাহাকে মোটেই শিক্ষাদীক্ষা না দিতে পারিলেও সে কখনও অভাব-অনটনে কষ্ট পাইত না । মাতঙ্গিনীর পিতা রাজমোহনের এই ক্ষমতার পরিচয় পাইয়াছিল এবং কন্যা যে কোনও দিন অভাবের তাড়না সহ করিবে না, এ বিষয়ে স্থিরনিশ্চয় হক্টনাই এই বিবাহ ঘটাইয়াছিল । দ্বিতীয় এবং অপেক্ষাকৃত ভাগ্যবতী কন্যা হেমাঙ্গিনীই বালক মাধবের বধু হইল । মাধবের পিতা রামকানাই মাধবের কলেজের পাঠ সম্পূর্ণ হইবার পূৰ্ব্বেই মৃত্যুমুখে পতিত হন । মাধব পিতার মৃত্যুতে কপদকহীন হইত, কিন্তু সকলের অজ্ঞাতসারে এমন একটি ঘটনা ঘটিল যাহা তাহাকে এক্ট দুৰ্দ্দশ! হইতে রক্ষা করিল ! বংশীবদনের তৃতীয় পুত্র রামগোপাল জ্যেষ্ঠ রামকাস্তের মত ভাগ্যবানও ছিল না এবং মধ্যম রামকানাইয়ের মত হতভাগ্যও ছিল না । সে নিঃসন্তান অবস্থায় অল্পবয়সে ইহলীলা সম্বরণ করে এবং ভ্রাতুষ্পুত্র মাপবের হাতে নিজের প্রায় সমুদয় সম্পত্তি এই সৰ্ত্তে দিয়া যায় যে, যতদিন তাহার বিধবা পত্নী মাধবের আশ্রয়ে থাকিবে ততদিন মাধব তাহার ভরণপোষণ করিবে । শিক্ষা সম্পূর্ণ না হওয়া পৰ্য্যন্ত মাধব পড়াশুনা লইয়াই রহিল, তাহার অবর্তমানে ও তাহার সাবালক হওয়া পৰ্য্যন্ত কৰ্ম্মচারীরাই সম্পত্তি দেখাশুনা করিতে লাগিল । বৎসর সমাপ্ত হইবার পূর্বেই সে তরুণী সুন্দরী স্ত্রীসমভিব্যাহারে শহর ছাড়িয়া দেশে যাইবার আয়োজন করিতে লাগিল । R