পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় পরিচ্ছেদ
৬৯

রামকমল সেন

 ইনি সুবিখ্যাত কেশবচন্দ্র সেন মহাশয়ের পিতামহ। ইনি সম্ভবতঃ ১৭৯৫ কি ১৭৯৬ সালে গঙ্গাতীরবর্তী গৌরীভা গ্রামে। বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন। রামকমলের পিতা হুগলীতে ৫০ টাকা বেতনে শেরেস্তাদারী করিতেন। রামকমল ১৮০১ সালে শিক্ষার জষ্ঠ্য কলিকাতায় আগমন করেন। ১৮০৪ সালে ডাক্তার হন্টারের (IDrWilliam Hunter) প্রতিষ্ঠিত হিন্দুস্থানী প্রেসে একটী কন্ব পান। ১৮১০ সালে ডাক্তার লীডেন (Lewdien) ও ডাক্তার এইচ, এইচ, উইলসন (H. l. Wilson) ঐ প্রেসের সত্বাধিকারের অংশী হন। ১৮৯১ সালে ডাক্তার হন্টার ও ডাক্তার। লীডেন। কলিকাতা ত্যাগ করিয়া জাবা দ্বীপে গমন করেন; তথন ডাক্তার উইলসন। হিন্দুস্থানী প্রেসের একমাত্র সত্বাধিকারী থাকেন; এবং রামকমল প্লাহার। মানেজার নিযুক্ত হন। ১৮১২ সালে রামকমল ফোর্ট উইলিয়াম কলেজে একটিী কম পান॥ ১৮১৮। ১৮১৯ সালে ডাক্তার উইলসনের সাহায্যে রামকমল এসিয়াটীক সোসাইটীর কেরাণীগিরি কৰ্ম্মে নিযুক্ত হন। পরে তিনি নিজের প্রতিভাপরিশ্রম ও কার্য্যদক্ষতার গুণে উক্ত সোসাইটীর দেশীয় সম্পাদক ও কমিটীর সভ্যরূপে মনোনীত হইয়াছিলেন। অবশেষে তিনি টাকশালের দেওমান ও বেঙ্গল ব্যাঙ্কের কোষাধ্যক্ষ হইয়াছিলেন। তাহার সময়ে যে যে দেশহিতকর কার্য্যের অনুষ্ঠান হয়, তাহার অনেকের সঙ্গে তাহার যোগ ছিল। ১৮১৭ সালে হিন্দুকালেজ স্থাপিত হইলে তিনি তাহার কমিটীতে ছিলেন। কিছুদিন নবপ্রতিষ্টিত সংস্কৃত কলেজের অধ্যক্ষতা করিয়াছিলেন। বর্তমান। নেডিকেল কলেজ প্রতিষ্ঠার পূর্বে লর্ড উইলিরাম বেন্টিঙ্ক যে মেডিকেল কমিশন নিয়োগ করেন তিনি তাহার একজন সভ্য ছিলেন। এতদ্ভিন্ন উচ্চশ্রেণীর একখানি বৃহৎ ইংরাজী অভিধান প্রকাশ করিয়া যশস্বী হইয়াছিলেন। ১৮৪৪ খ্রীষ্টাকে ইহার দেহান্ত হয়।

মতিলাল শীল।

১৭৯১ খ্রীষ্টাব্দে কলিকাতার কলুটোরা নামক স্থানে যুবর্ণবণিক কুলে ইহার জন্ম হয়। ইহার পিতা চৈতন্যচরণ শীল কাপড়ের ব্যবসায় করিতেন। ইনি পঞ্চম বৰ্ষ। বয়সে পিতৃহীন হইয়া ভালরূপ বিদ্যা শিক্ষা করিরার সুযোগ পান নাই। তবে গুরুমহাশয়ের পাঠশালে বাঙ্গালা ও শুভঙ্করী উত্তমরূপ শিখিয়াছিলেন। সপ্তদশ বর্ণ বয়ঃক্রম কালে কলিকাতার আরতির বাগানের