পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩২১
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

ব্রাহ্মবন্ধব্লিগকে সাবধান করেন; এবং ব্রাহ্মসমাজ মধ্যে নর পুজ! নিবারণ কৰুিড়ে প্রবৃত্ত হন।

 কিন্তু এই কালের মধ্যে তাহার হিন্দুধর্মের শ্রেষ্ঠতা বিষয়ক বক্ত,তা লোকের দৃষ্টিকে বেঁরূপ আকৰ্ষণ করিয়াছিল এবং যে তরঙ্গ তুলিয়াছিল এরপ.অল্প রক্ত, তার ভাগ্যে দেথা গিয়াছে। ঐ ব -তা যে কারণে ও যে প্রকারে প্রদত্ত হয় তাহ৷ অগ্রে কিঞ্চিৎ বন করিয়াছি। ১৮৭১ সালে ১৩ নং, কর্ণওয়ালিস। ‘খ্রীট ভবনে তদনীন্তন ট্রেনিং একাডেমির গৃহে উহ৷। প্রদত্ত হইয়াছিল। নরগোপাল মিত্রের জাতীয় সভা ঐ বক্ততা দেওয়াইবার বিষরে প্রধান উগোশ্লী ছিলখ৪ এবং ভক্তিল্ডাজন. দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় সভাপতির আসন গ্রহণ। করিয়াছিলেন। ব্রাহ্মসমাজের মধ্যেব্রাহ্মবিবাহ-আইনের আন্দোলন উপস্থিত। কাওয়াজে, এবং কেশব বাবুর দলস্থ। ব্রাহ্মগণ তদুপলক্ষে তাহারা নিজে হিন্দুধৰ্ম বিশ্বাসী নহেন বলিয়াপরিচয় দেওয়াতে, আদি ব্রাহ্মসমাজের সহিত তাহাদের বিবাদ উপস্থিত হর। রাজনারামুণ বাবুর বক্তত৷ সেই বিবাদের প্রতিধাম মাত্র। কিন্তু ঐ বক্ত; তা এত চিন্তাপূৰ্ণ, সুযুক্তি-সঙ্গত ও জাতীস্ক ভাবপূর্ণ হইয়াছিল যে, বক্তত৷ হইবামাত্র চারিদিকে ধ্য ধন্ত রব উঠিয়া গেল। . আমার স্বৰ্গীয় ' মাতুল দ্বারকানাথ বিগ্যাভূষণ মহাশয় তাহার 'সোম প্রকাশে” লিখিলেন। যে হিন্দুধৰ্ম্ম নিৰ্ব্বাণোন্মুখ হইতেছিল রাজনারায়ণ বাবু তাহাকে রক্ষা করিলেন; সনাতন ধর্ম রক্ষিণী সভার সভাপতি কালীকৃষ্ণ দেব বাহাম্রর তাহাঁর অশেষ প্রশংসা করিয়া রাজনারায়ণ বাবুকে হিন্দুকুল-শিরোমণি বলিয়া বয়ণ করিবেন; কেহ কেহ ঊাহাকে কলির ব্যাস। বলিয়া স:স্বাধন। ঋরিতে লাগিলেন; মুদুর মাদ্রাজ হইতে ধ্য ধন্ত্য রব আসিঃত লাগিপ; এবং ইংলঙে টাইমস পত্রিকাতে ঐ বতার সামাংগ ও তাহার সশেষ প্রশংসা বাহির হইল। রাজনারাষুণ কাবু বঙ্গবাসীর চিত্তে অতি উচ্চ স্থান অধিকার ঋছিলেন। কেশব বাবু'পক্ষ হইয়া অীমরা কয়েক জন তহত্তরে বক্ততা করি পাম, কিন্তু সে কথা যেন কাহারও কৰ্ণে পোঁছিল না; বরং কেশব বাবুয় লেস্থা ব্ৰাহ্মগণ অহিন্দু বলিগ হিন্দু-সমাদের অবজ্ঞার তলে পড়িলেন।

 ২০০৫ সালে শ্বহারাজা বডীজমোহনের এমারেড বাউয়ার নামক উষ্ঠনে হিন্দু কালেজ’ইউনিয়ান নামে হি খালেজের ভূত-পুর্ব ও তানীন্তন ছাত্রদের এক 'সামূজি ক সম্মিলন স্থাপিত হয়। রাজনারায়ণ বাবু তাহার প্রধান উভৈৗগকর্তাহলেনঃ তিনি ঐ সভাতে হিন্দু কালেমের ইতিবৃত্ত