পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । సి\కి সেতো ভুঞ্জিতেছে মুখ লয়ে অন্য পতি ॥ ভূষণে ভূষিত হয়ে পরিয়ে বসন । কবরী বেঁধেছে শিরে অতি সুশোভন ॥ গজমতি হীর গলে অতি অপৰূপ । লক্ষ্মীদেষ্ট ব্রীড়া পায় হেরিলে সে ৰূপ ৷ কি শোভে কমল দ্বয় হৃদয় কাননে । হাস্য মুখে মনোমুখে রহেন ভবনে । অপৰূপ আরো ৰূপ ৱাড়িয়াছে তার । তাঁর পতি লাজে মরে কি কহিব আর । , মনে লোভ। কিবা শোভা হয়েছে তাহীর । , প্রেমনীরে সুখে সদা দিতেছে সাতার ॥ অহঙ্কারে কার সহ কথা নাহি কহে । অবিরত ভূপসুত প্রেমে ডুবে রহে । বারেক যদ্যপি তারে দেখে কোন জন ৭ পঞ্চশর পঞ্চ শর হানে,সেইক্ষণ ৷ কি কব তাহার গুণ ওহে মহামতি । তোমারে ত্যজিয়ে এবে ভজে অন্য পতি { নবীন রমণী পেয়ে নবীন রমণ ! একবারে ভুলেছে সে তোম হেন ধন । যার মধু লাগি তুমি হয়েছ কাতর। সে ফুলে বসেছে এবে নব মধুকর।