পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুম্ম । S૦ ૧ সদা ভেবে হই সারা ৷ যাহ ছিল ভালে, ঘটিল কপালে,কি দিব দোষ তোমার । তোমার কারণ; অামি সৰ্ব্বক্ষণ, সহিলাম তিরস্কার । পেয়েছি য়ে দুখ, বিদরয়ে বুক, জীবন্মত হয়ে আছি । পাঠশালাবধি, দুঃখের জলধি, জলে ডুবে রহিয়াছি। লোকের জ্বালায়, এলাম হেথায়, ত্যজিয়ে সৰ্ব্বস্ব ধন । প্রাণ অশি। নাশি, হলাম সন্ন্যাসী হইয়ে,রাজনন্দন ॥ মম দুঃখ যত; লিখিতে কি তত, পারে এ ক্ষুদ্র লেখনী । করি তব ধ্যান, রাখিলাম প্রাণ, শুন স্থধামুখি ধনি ৷ পরে গুণধাম,"শীঘ্ৰ শিরোনাম, লিখিয়ে লেখনোপরে | প্রেরসী সদন, করিতে প্রেরণ, দিলেন দুতীর করে।