পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । *२१ ঝর ঝর বারে সদ। ওহে প্রিয়জন৷ অস্থখ সাগরে মন ডুবেছে আমার । তোমা বিন তারে তীরে হেন সাধ্য করি ॥ দিব বিভাবরী মম কেঁদে উঠে প্রাণ । সহিতে নাপারি অার মন্মথের বাণ । দুঃখেরে প্রবল দেখি নিদ্র তো অামায় । দেখা নাহি দেয় গেল পলুয়ে কোথায় । বিচ্ছেদ অস্তুতে ভরা উদর আমার । ক্ষুধা তৃষা নাহি করি কেমনে আহার ॥ সতত অনঙ্গ ফণী করিছে দংশন । বিষম বিষেতে হয় সংশয় জীবন । কেবল তোমার নাম মন্ত্র বলে মনে । বিষ নিবারণ করি বঁাচাই জীবনে ॥ পিকবর মধুকর ইয়ে স্মর চর। জ্বালাতন করে মোরে শুক্ল প্ৰাণেশ্বর | সুমধুর স্বরে শর করে বরিষণ । তোমা বিন করে তার হৃদি বিদারণ ॥ সুগন্ধি কুস্থম সব ধরে নানা গুণ । বিরহিণী দেখি মোরে তাহারা বিগুণ ॥ যেই দিগে চাই সেই দিক অন্ধকার দেখিতাম প্রাণকান্ত বিরহে তোমার ।